ঢাকাবৃহস্পতিবার , ৮ আগস্ট ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

নতুন রাজনৈতিক বন্দোবস্তে কমিটি দিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
আগস্ট ৮, ২০২৪ ১১:৩১ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ রাষ্ট্রের নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য লিয়াজোঁ কমিটি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই লিয়াজোঁ কমিটি অন্তর্বর্তীকালীন সরকারকে পরামর্শদান, সরকার, অংশীজন ও ছাত্রজনতার সঙ্গে সমন্বয় করবে। এই লিয়াজোঁ কমিটির পরামর্শে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নির্বাচন করা হয়েছে। বর্তমানে এ কমিটিতে ছয়জন আছেন- আগামীতে এটি বর্ধিত হবে এবং এর কার্যক্রমের পরিধিও বাড়ানো হবে। বৃহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম এসব কথা জানান। নাহিদ ইসলাম বলেন, গত ৫ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি লিয়াজোঁ কমিটি গঠন করা হয়েছিল। লিয়াজোঁ কমিটিই কাজটি (অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বাছাই) করেছিল। লিয়াজোঁ কমিটির আনুষ্ঠানিক ঘোষণার জন্যই তাদের এই সংবাদ সম্মেলন। নাহিদ বলেন, গত ৫ আগস্ট অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন ছাত্র জনতার সরকারের রূপরেখা, অন্তর্বর্তীকালীন সরকারের অংশীজন নির্ধারণে মাহফুজ আলমকে সমন্বিত করে লিয়াজোঁ কমিটি ঘোষিত হয়। লিয়াজোঁ কমিটির রাজনৈতিক সংগঠন পেশাজীবী সংগঠন এবং সিভিল সোসাইটি থাকবে বলে জানান তিনি। লিয়াজোঁ কমিটি উচ্চঅংশীজনের সঙ্গে সাক্ষাৎ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের অংশীজনের নাম প্রস্তাব করেন জানিয়ে নাহিদ বলেন, ৬ তারিখে লিয়াজোঁ কমিটির সমন্বয়ক মাহফুজ আলম এবং সদস্য নাসির উদ্দিন পাটোয়ারী বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে ছাত্র-শিক্ষক প্রতিনিধি ১৫ জনের টিমে অন্তর্ভূক্ত ছিলেন। লিয়াজোঁ কমিটি নতুন রাজনৈতিক বন্দোবস্তে কাজ করবে মন্তব্য করে নাহিদ ইসলাম আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা ও সরকারের অংশীজন নির্ধারণে সহায়তার কাজ করে যাচ্ছে লিয়াজোঁ কমিটি। আশু সরকার গঠন পরবর্তী রাষ্ট্রের নতুন রাজনীতি বন্দোবস্তের লক্ষ্যে কাজ করে যাবে এ কমিটি।
নাহিদ ইসলাম আরও বলেন, আজকে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতকালেও লিয়াজোঁ কমিটির উক্ত দুইজন সদস্য উপস্থিত ছিলেন। লিয়াজোঁ কমিটি আমাদের কাছে যে প্রস্তাবনাটি করেছিলেন, সে সদস্যদের প্রস্তাবনাটি ড. ইউনূসের সামনে পেশ করেছি। তিনি এতে সম্মত হয়েছেন। ‘সকলের সম্মতিক্রমে সেই তালিকাটি মহামান্য রাষ্ট্রপতির কাছে পৌঁছানোর ব্যবস্থা করেছি। আজকে রাতে সেই প্রস্তাব অনুযায়ী উপদেষ্টা পরিষদের সদস্য শপথ গ্রহণ করবে’, জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, লিয়াজোঁ কমিটি আগামী বাংলাদেশ রাষ্ট্রের নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য সব অংশীজনদের সঙ্গে সংলাপ ও প্রস্তাবনার জন্য কাজ করবে। উদ্ভূত পরিস্থিতি অনুযায়ী লিয়াজোঁ কমিটির কাজের পরিধি বর্ধিত হবে। কমিটির সদস্য সংখ্যা সব দলমতের সঙ্গে সংলাপের ভিত্তিতে আরও বর্ধিত এবং অন্তর্ভূক্তিমূলক হবে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে লিয়াজো কমিটির সমন্বয়ক মাহফুজ আব্দুল্লাহ বলেন, ‘বাংলাদেশ রাষ্ট্রের যত অংশীজন আছে সবার সঙ্গে আলাপ, পরামর্শ, ডিবেট এবং ডায়ালগের ভিত্তিতে প্রস্তাবনা হাজির করা লিয়াজোঁ কমিটির কাজ। এক্ষেত্রে সরকার নাগরিক সমাজ এবং ছাত্র আন্দোলনের মধ্যে সমন্বয় করা হবে লিয়াজোঁ কমিটির কাজ।
লিয়াজোঁ কমিটির ছয় সদস্য হলেন- সমন্বয়ক মাহফুজ আব্দুল্লাহ, সদস্য নাসির উদ্দিন পাটোয়ারী (নাসির আব্দুল্লাহ), আকরাম হুসাইন, ভূঁইয়া আসাদুজ্জামান, মামুন আব্দুল্লাহিল, আরিফুল ইসলাম আদীব। তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নাসির আব্দুল্লাহ, আকরাম হুসাইন, আরিফুল ইসলাম আদীব, আসিফ মাহমুদ প্রমুখ।