ভোলার তজুমদ্দিন উপজেলায় নব নির্বাচিত সংসদ সদস্যর সাথে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে তজুমদ্দিন উপজেলা অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

সংসদ সদস্যের সাথে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের মূল্যায়ন সভা। ছবি: দৈনিক পাঞ্জেরী।
এ সময় তজুমদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মহিউদ্দিন পোদ্দারসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।