দ্বাদশ নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে আগামী ১৯ ও ২০ নভেম্বর বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতালের সমর্থনে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি, খুলনা মহানগর যুবদলের সাবেক সভাপতি ও খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব হাসান পিয়ারুর নেতৃত্বে নগরীতে মশাল মিছিল বের হয়। এ সময় মিছিলে উপস্থিত ছিলেন- খুলনা মহানগর বিএনপি নেতা টুকু, নুরু, খুলনা মহানগর যুবদলের সহ-প্রচার সম্পাদক মো. সোহেল রানা, ২৫নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক নাজিম খাঁ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাজু, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, যুবদল নেতা কায়েস চিশতি, বাবু ফকির, বেলাল, ইসা ও পারভেজসহ আরও অনেকে।