ঢাকামঙ্গলবার , ৯ এপ্রিল ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

হোসেনপুরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি
এপ্রিল ৯, ২০২৪ ১০:০৬ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের হোসেনপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজার ছুরিকাঘাতে সবুজ মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের উত্তর গোবিন্দপুর গ্রামের বাঘালিয়ার চর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সবুজ মিয়া ওই গ্রামের মো: মধুর বাপের ছেলে। আর অভিযুক্ত ভাতিজা আব্দুল হাকিম (২৮) সবুজ মিয়ার চাচাতো ভাই সুলাইমানের ছেলে।
হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, দীর্ঘদিন ধরে ওই দুই পরিবারের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে দু’পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও পরে ধারালো অস্ত্র নিয়ে মারামারির এক পর্যায়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সবুজ মিয়া নিহত হয়। এসময় নিহতের ছোট ভাই হাক্কু মিয়াও (৪০) গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
এ ব্যাপারে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমন এবং ওসি তদন্ত মো: টুটুল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসল রহস্য উদঘাটনে এলাকাবাসীকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি ঘাতককে গ্রেফতারে আশপাশের এলাকায় পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।