ঢাকাসোমবার , ২০ জানুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
জানুয়ারি ২০, ২০২৫ ৯:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁও জেলায় তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। দিনের বেলায়ও সূর্যের দেখা মিলছে না, ফলে রাস্তা-ঘাটে কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চারপাশ। যানবাহন চলাচলে চরম বিঘ্ন ঘটছে, দিনের আলোতেও বাতি জ্বালিয়ে যানবাহন চলতে বাধ্য হচ্ছে। জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও শৈত্যপ্রবাহের তীব্রতায় শীতের কষ্ট আরও বেড়েছে। বিশেষ করে শিশু ও বয়স্করা শীতজনিত সমস্যায় বেশি ভুগছে। হাসপাতাল গুলোতে শ্বাসকষ্ট, ডায়রিয়া, নিউমোনিয়া এবং ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীদের ভিড় বেড়েছে। গ্রামাঞ্চল এবং শহরের নিম্ন আয়ের মানুষেরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে। পর্যাপ্ত গরম কাপড় না থাকায় তাদের দিনযাপন আরও কঠিন হয়ে উঠেছে। বিশেষ করে খোলা আকাশের নিচে বসবাসরত এবং শ্রমজীবী মানুষরা ঠান্ডা থেকে বাঁচতে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। সরকারি এবং বেসরকারি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু হলেও তা পর্যাপ্ত নয় বলে অভিযোগ করেছেন অনেকে। ঠাকুরগাঁও সদর উপজেলার ফাসাডাঙ্গী এলাকার কৃষক আব্দুল্লা জানান, রাতে শীতের তীব্রতায় গরম বস্ত্রের অভাব বেশি অনুভূত হচ্ছে, আর দিনে আগুন জ্বালিয়ে শীত নিবারণ করা সহজ। ঠাকুরগাঁওয়ের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও ব্যক্তিরাও উদ্যোগ নিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। তবে শীতের প্রকোপ কমাতে দ্রুত আরও সহায়তা প্রয়োজন বলে দাবি করেছেন এলাকার জনপ্রতিনিধিরা। শীতের তীব্রতায় মানুষের কষ্ট লাঘবে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবান ও রাজনৈতিক ব্যক্তিদেরও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হচ্ছে বারবার।