বাগেরহাট জেলা নার্সারি মালিক সমিতির কমিটি গঠন করা হয়েছে। রবিবার (২৫ আগস্ট) খানজাহান আলী মাজারে নার্সারি মালিক সমিতির সদস্যদের উপস্থিতিতে এই কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ও ষাটগম্বুজ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম। বাগেরহাট জেলা নার্সারি মালিকদের আলোচনার ভিত্তিতে খান জাহান আলী নার্সারীর স্বত্বাধিকারী মীর ওমর ফারুককে সভাপতি এবং মেসার্স আদর্শ নার্সারীর স্বত্বাধিকারী জাহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে আগামী ২বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। ষাটগম্বুজ সৌদি খেজুরের নার্সারির স্বত্বাধিকারী শেখ আব্দুল হালিমকে সিনিয়র সহ-সভাপতি, বিসমিল্লাহ নার্সারীর স্বত্বাধিকারী সবুর খানকে সহ-সাধারণ সম্পাদক, ডালিয়া নার্সারীর স্বত্বাধিকারী মল্লিক জুলফিকার আলীকে সাংগঠনিক সম্পাদক, কাজী নার্সারির স্বত্বাধিকারী আসলাম হোসেনকে দপ্তর সম্পাদক, আল্লাহর দান নার্সারির স্বত্বাধিকারী মোঃ সরকার হাওলাদারকে অর্থ সম্পাদক, শেখ নার্সারির স্বত্বাধিকারী মোঃ রুহুলকে প্রচার সম্পাদক, নির্ঝর মামনি নার্সারির স্বত্বাধিকারী শাহিনা আক্তারকে পরিবেশ ও বন বিষয়ক সম্পাদক এবং চাকলাদার আব্দুল হাকিমকে নির্বাহী সদস্য করে একান্ন সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন তারা।