ঢাকাবুধবার , ৪ সেপ্টেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

অর্থাভাবে চিকিৎসা বন্ধ হয়ে গেছে ফুলবাড়ীর কোহিনুর বেগমের

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
সেপ্টেম্বর ৪, ২০২৪ ৯:৩১ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সুজাপুর গ্রামের দিনমজুর রাজমিস্ত্রী আতিয়ার রহমানের স্ত্রী কোহিনুর বেগম এর অর্থাভাবে চিকিৎসা বন্ধ হয়ে গেছে। চিকিৎসক বলেছেন এখনও অপারেশন না করলে তাকে বাঁচানো কঠিন, কিন্তু অপারেশন করতে প্রায় ৫ লাখ টাকার প্রয়োজন। এতো টাকা কিভাবে যোগাড় করবে দিনমজুর স্বামী। এ জন্য বিত্তবানদের নিকট সহযোগিতা চেয়েছেন কোহিনুর বেগমের পরিবার।
আতিয়ার রহমান জানায় তার স্ত্রী কোহিনুর বেগম দীর্ঘদিন থেকে হৃদরোগে ভুগছেন, তিনি দিনাজপুর জিয়া হার্ড ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিচার্স ইনিস্টিটিউট হাসপাতালে ডাক্তার সুভাষ চন্দ্র মন্ডলের তত্ত্বাবাধনে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা বলেছেন, এখনই তার স্ত্রী কোহিনুর বেগমের অপারেশন করতে হবে। এ জন্য প্রয়োজন ৫ লাখ টাকা। এতো টাকা যোগাড় করা দিনমজুর স্বামী আতিয়ার রহমানের পক্ষে অসম্ভব। এ জন্য তিনি স্ত্রী কোহিনুর বেগমের জীবন বাঁচাতে সমাজের বিত্তবানদের নিকট সাহায্যের অনুরোধ জানিয়েছেন। তার নিজ নামে নগদ ও বিকাশ নাম্বার ০১৭১৩-৭৯২৯৩০।