কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালাম পদত্যাগ করেছেন।বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
উপাচার্যের গাড়িচালক ফরহাদ হোসেন অধ্যাপক সালামকে উদ্ধৃত করে বলেন, তিনি আর ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফিরবেন না। তিনি আরও উল্লেখ করেন, উপাচার্য তার পদত্যাগপত্র হস্তান্তরের জন্য ইবির রেজিস্ট্রার অফিসে জমা দিয়েছেন। মন্তব্যের জন্য অধ্যাপক শেখ আবদুস সালামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতারা উপাচার্য ও উপউপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তাদের ২৪ ঘণ্টার সময় বেধে দিয়ে পদত্যাগ করার আহ্বান জানানোর পর পদত্যাগ করেন তিনি।