ঢাকামঙ্গলবার , ৩০ জুলাই ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে মাথায় লাল কাপড় বেঁধে সড়কে শিক্ষার্থীদের বিক্ষোভ

কিশোরগঞ্জ প্রতিনিধি
জুলাই ৩০, ২০২৪ ১০:২৪ অপরাহ্ণ
Link Copied!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চলমান কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জে মাথায় লাল কাপড় বেঁধে সড়কে নেমে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরান থানা এলাকার সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। বিক্ষোভ মিছিল থেকে কোটা সংস্কারের শান্তিপূর্ণ আন্দোলনে শিক্ষার্থীদের ওপর পুলিশ, বিজিবি, র‍্যাব, সোয়াট, ছাত্রলীগ, যুবলীগের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ ও খুনিদের বিচার এবং সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবি জানান শিক্ষার্থীরা। বেলা সাড়ে ১২টা পর্যন্ত চলা বিক্ষোভের সময় পার্শ্ববর্তী ইসলামিয়া সুপার মার্কেটের সামনের এলাকায় পুলিশ অবস্থান নেয়। তবে বিক্ষোভ কর্মসূচি চলাকালে কোন সংঘাত বা সহিংসতার ঘটনা ঘটেনি। কোটা আন্দোলনের কিশোরগঞ্জের সমন্বয়ক ইকরাম বলেন, ছাত্রসমাজের বুকে গুলি চালিয়ে বাংলার ইতিহাসে কোনো আন্দোলন দমন করা যায়নি। অবিলম্বে ছাত্রসমাজের দাবি মেনে নেয়ার আহ্বান জানাচ্ছি।