ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একই পরিবারের ৪ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন, উপজেলার বিজয়পাড়া এলাকার কাপড় ব্যবসায়ী সোহাগ মিয়া (৩৪), তার স্ত্রী জান্নাতুল (২৪), তাদের দুই মেয়ে ফারিহা (৪) ও ফাহিমা (২)। শনিবার( ২৭ জুলাই) সকালে সোহাগ মিয়ার নিজ বসতঘর থেকে মরদেহগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, সোহাগ মিয়া নবীনগর নিউ মার্কেটের রঙ্গমেলা বস্ত্রালয়ের স্বত্বাধিকারী। স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে বিজয়পাড়া এলাকায় নিজ বাড়িতে বাস করতেন তিনি। প্রতিবেশী উজ্জ্বল ও মনির জানান, সোহাগের শাশুড়ি পাশের একটি বাড়িতে বাস করেন। তিনি সকাল নয়টার দিকে মেয়ের বাড়িতে গিয়ে দরজা বন্ধ পান। অনেক ডাকাডাকির পর দরজা না খোলা হলে তিনি চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে প্রতিবেশীরা দৌঁড়ে গিয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখেন, চৌচালা টিনের ঘরের আড়ার সঙ্গে চারজনের লাশ ঝুলছে। পরে থানায় খবর দিলে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়। এদিকে মৃত্যুর কারণ সম্পর্কে তেমন কিছু জানাতে পারেননি স্থানীয়রা। তবে কারও কারও ধারণা, সোহাগ মিয়া যেহেতু পেশায় ব্যবসায়ী ছিলেন, ফলে ঋণগ্রস্ত থাকতে পারেন তিনি। এ ব্যাপারে নবীনগর থানার অফিসার ইনচার্জ মাহাবুব আলম বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে জানা যাবে, এটি হত্যা নাকি আত্মহত্যা। তদন্ত চলছে, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।