ঢাকাশুক্রবার , ২৬ জুলাই ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

প্যারিসের সিন নদীতে অলিম্পিকের পর্দা ‍উঠছে আজ

অনলাইন ডেস্ক
জুলাই ২৬, ২০২৪ ১২:০৯ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া আসর অলিম্পিক গেমসের পর্দা উঠছে আজ। এবারের আসরের আয়োজক ফ্রান্স। স্থানীয় সময় আজ সন্ধ্যা ৭টা ও বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় প্যারিসের সিন নদীতে শুরু হবে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধন ঘিরে সিন নদীর দুই পাড় সাজানো হয়েছে, জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। অলিম্পিক ইতিহাসে এবারই প্রথমবার উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে নদীতে। এবারের আসরের থিম ‘গেমস ওয়াইড ওপেন’। জানা গেছে, ৬-৭ হাজার অ্যাথলেট আইফেল টাওয়ারের পূর্ব কোণের অস্টারলিটজ সেতু থেকে নৌকা ও বার্জে করে সিন নদীর ৬ কিলোমিটার পাড়ি দেবেন। প্রায় ৫ লাখের বেশি দর্শক বিশেষভাবে তৈরি স্ট্যান্ড থেকে এই আয়োজন উপভোগ করবেন। তবে নদীর তীর ও আশপাশের ভবনের বারান্দা থেকেও উপভোগ করা যাবে বর্ণাঢ্য এই অনুষ্ঠান। চার ঘণ্টার মধ্যে শেষ হবে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন। সূর্যাস্তের পরপরই শেষ হবে আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানের ঐতিহ্য মেনে সবার আগে পরিচয় করিয়ে দেওয়া হবে অলিম্পিকের জন্মভূমি গ্রিসকে। তাদের পর দেখা যাবে শরণার্থী অলিম্পিক দলকে। আর সবার শেষে পরিচয় করিয়ে দেওয়া হবে আয়োজক দেশ ফ্রান্সকে।এবারের আসরে রাশিয়া ও বেলারুশের অ্যাথলেটরা অংশ নেবেন ব্যক্তিগত পরিচয়ে। ইউক্রেন যুদ্ধে নিজেদের ভূমিকার কারণে দল হিসেবে নিষিদ্ধ করা হয়েছে রাশিয়া ও বেলারুশকে।