যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভপতি (খুলনা বিভাগ), খুলনা মহানগর যুবদলের সাবেক সভাপতি ও খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব হাসান পিয়ারুকে বাড়িতে না পেয়ে তার ছোট ভাই নেওয়াজ চিশতিকে গ্রেপ্তার চেষ্টার অভিযোগ উঠেছে। আজ শনিবার সন্ধ্যায় খুলনা মহানগর অন্তর্গত সোনাডাঙ্গা থানার সাদা পোশাকধারী পুলিশের একটি দল বিএনপি নেতা মাহবুব হাসান পিয়ারুর বাড়িতে তল্লাশি চলাকালে তাকে না পেয়ে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে দুর্ব্যবহার করার অভিযোগ উঠেছে। একপর্যায়ে তার ছোট ভাই নেওয়াজ চিশতিকে গ্রেপ্তার করে নিতে গেলে এলাকাবাসীর অনুরোধে নিতে পারেনি পুলিশ। এলাকাবাসী জানান, নেওয়াজ চিশতি কোন রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত নয়।