ঢাকারবিবার , ১২ নভেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. মুক্তমত
  15. যুব, নারী ও শিশু
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজা উদ্ধার, আটক ৩

বাগেরহাট প্রতিনিধি
নভেম্বর ১২, ২০২৩ ৫:০৪ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজনকে আটক করে পুলিশ। আজ রোববার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বাগেরহাট শহরের খারদার ভিআইপি মোড়ে গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযান চলাকালে গাঁজা উদ্ধার ও বহনকারীদের আটক করা হয়। তারা মাদক ব্যবসার সঙ্গে সরাসরি জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশ।
আটককৃতরা হলো- কুড়িগ্রাম জেলার সরদার পাড়া এলাকার কাসেম আলীর ছেলে কবির হোসেন (২৩), বাগেরহাট জেলা সদরের ফুলবাড়ী এলাকার চানমিয়া হাওলাদার এর ছেলে মিজান হাওলাদার (২৮) ও পালপাড়া এলাকার বাবুল হোসেনের ছেলে খালিদ হোসেন লিপু (২৫)। এ সময় তাদের বহনকারী কভার্ডভ্যান (রেজিঃ নং চট্ট-মেট্রো-শ-১১-২৩৪১) জব্দ করা হয়েছে।
বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ইন্সপেক্টর সুরেশ চন্দ্র হালদার জানান, রোববার সকাল সাড়ে ৯টায় শহরের ভিআইপি রোড মোড়ে মাদকদ্রব্য উদ্ধার অভিযান চলাকালীন খুলনা থেকে বাগেরহাটগামী একটি কভার্ডভ্যান দ্রুতগতিতে আসতে দেখে সিগন্যাল দিয়ে ভ্যানে থাকা যাত্রী কবির মিজান এবং খালিদ হোসেন লিপুকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা কভার্ডভ্যানের কেবিন থেকে ১২ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা বের করে দেয়। এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের এসআই বিপ্লব রায় বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর সুরেশ হালদার আরও জানান, জেলা পুলিশ সুপার আবুল হাসনাত খানের নির্দেশনা মোতাবেক জেলার সকল জায়গায় মাদক ব্যবসায়ী এবং সেবনকারীদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। তিনি সকলকে তথ্য দিয়ে সহায়তার আহ্বান জানান। এই জেলায় মাদকের সাথে সংশ্লিষ্ট কোন ব্যক্তির ঠাঁই হবে না বলেও জানান তিনি।

%d bloggers like this: