আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের দু’মাস আগে স্বস্তিতে ট্রাম্প শিবির। দু’টি ফৌজদারি অভিযোগ থেকে মুক্তি দেয়া হলো সাবেক প্রেসিডেন্ট তথা রিপাবলিকান পার্টির প্রার্থী ডনাল্ড ট্রাম্পকে। জর্জিয়ার একজন বিচারক ট্রাম্পের বিরুদ্ধে ২০২০ সালের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে দুটি ফৌজদারি মামলা এবং সাবেক প্রেসিডেন্টের মিত্রদের বিরুদ্ধে অন্য একটি মামলা খারিজ করে দিয়েছেন। ফুলটন কাউন্টির বিচারক স্কট ম্যাকাফি জানিয়েছেন যে রাষ্ট্রীয় প্রসিকিউটরদের সেই অভিযোগ আনার ক্ষমতা নেই, যা ফেডারেল আদালতে মিথ্যা নথির অভিযোগ দায়েরের সাথে সম্পর্কিত। ম্যাকাফি ট্রাম্পের বিরুদ্ধে আটটি অভিযোগ সহ মামলার বাকি অংশকে এগিয়ে নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছেন। ট্রাম্প এবং বাকি ১৪ জন সহ-অভিযুক্তরা ২০২০ সালের নির্বাচনে জর্জিয়ায় ট্রাম্পের পরাজয়কে উল্টে দেয়ার জন্য একটি স্কিম করেন বলে অভিযোগ। জর্জিয়া প্রদেশে রিপাবলিকান দলের প্রার্থী তথা তৎকালীন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। ফলপ্রকাশ হয় বেশ কিছু দিন দেরিতে, এবং দেখা যায়, শেষ পর্যন্ত ১২ হাজার ভোটে জিতেছেন বাইডেন। তখন থেকেই ট্রাম্প দাবি করছিলেন, গণনায় কারচুপি করা হয়েছিল। এর পর জর্জিয়ার আদালতে ট্রাম্পের বিরুদ্ধে মোট ১৩টি অভিযোগ আনা হয়েছিল। তার মধ্যে ছিল, জর্জিয়ার গুন্ডামি-বিরোধী র্যাকেটিয়ারিং আইন লঙ্ঘন করা, সরকারি কর্মকর্তার শপথ লঙ্ঘন, জালিয়াতির ষড়যন্ত্র এবং মিথ্যা অভিযোগ তোলা। তবে বরাবরই নিজেকে নির্দোষ দাবি করেছেন ট্রাম্পসহ অন্যান্য অভিযুক্তরা। ম্যাকাফি রায় ঘোষণা করে বলেন, ‘এই অভিযোগ দু’টি ফেডারেল আদালতে দায়ের হওয়া মিথ্যা নথি সংক্রান্ত মামলার সঙ্গে সম্পর্কিত। তাই ফুলটন কাউন্টির গ্র্যান্ড জুরির এ সংক্রান্ত অভিযোগ আনার ক্ষমতা নেই।
‘ট্রাম্পের আইনজীবী স্টিভ স্যাডো এক বিবৃতিতে বলেছেন যে এই রায় দেখায় যে ট্রাম্প এবং তার আইনি দল “আবারও বিজয়ী হয়েছে।”