ঢাকাবুধবার , ৪ সেপ্টেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

জিম্মি হওয়া ৩ নাবিকে উদ্ধার করেছে কোস্ট গার্ড

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৪, ২০২৪ ৯:৩২ অপরাহ্ণ
Link Copied!

কোস্ট গার্ডের অভিযানে চাঁদাবাজদের জিম্মি হওয়া ৩ নাবিকদের উদ্ধার করা হয়। বুধবার (৪ সেপ্টেম্বর ) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, বুধবার ৮ টায় ফতুল্লা থানাধীন আলিগঞ্জ লঞ্চঘাট সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে মেসার্স কাবা নেভিগেশন কোম্পানি লিমিটেডের একটি পণ্যবাহী লাইটার জাহাজ এমভি তাসমিয়ারা-০১ এর ৩ জন নাবিক দৈনন্দিন কাজে আলিগঞ্জ মাদ্রাসা ঘাট এলাকায় গমণ করলে কতিপয় দুষ্কৃতিকারী ব্যক্তি চাঁদা দাবি করে নাবিকদের জিম্মি করে রাখে। পরবর্তীতে ৯ টায় মুঠোফোন এর মাধ্যমে লাইটার জাহাজটির মালিকপক্ষ তাদের জাহাজের নিরাপত্তা এবং জিম্মি নাবিকদের উদ্ধারের জন্য কোষ্টগার্ডের সহযোগিতা কামনা করে। উক্ত তথ্যের ভিত্তিতে তাৎক্ষনিক বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন পাগলা এর ৮ সদস্যের একটি আভিযানিক দল আলিগঞ্জ মাদ্রাসা ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে চাঁদাবাজদের কবল হতে জিম্মি নাবিকদের উদ্ধার করে কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করে।