ঢাকাবুধবার , ৪ সেপ্টেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

মোহাম্মদপুরে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৪, ২০২৪ ৯:০৮ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকা থেকে মো. আলাউদ্দিন (৫৪) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। এ সময় তার কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রো উত্তরের মোহাম্মদপুর সার্কেলের ইন্সপেক্টর শাহিনুল কবীর। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, টেকনাফ থেকে একটি মাদকের চালান রামপুরা আসে। সেখান থেকে ওই চালানটি আলাউদ্দিন নামের এক মাদক কারবারি মোহাম্মদপুরে ডেলিভারি দিতে আসে। পরে তাকে আমরা আটক করি। এ সময় তল্লাশি করে তার কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে জানা যায়, তার নামে রাজধানীতে বিভিন্ন থানায় একাধিক মাদকের মামলা রয়েছে। এর আগেও সে একাধিকবার গ্রেফতার হয়েছিল।