ঢাকাবুধবার , ৪ সেপ্টেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

জেনা‌রেল আজিজ ও নিজাম হাজারীর সম্পদের খোঁজে দুদ‌ক

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৪, ২০২৪ ৯:০৬ অপরাহ্ণ
Link Copied!

সা‌বেক সেনা প্রধান ‌জেনা‌রেল আজিজ আহ‌মেদ ও ফেনী-২ আস‌নের সাবেক সংসদ সদস‌্য নিজাম উদ্দিন হাজারীরর বিরু‌দ্ধে অনুসন্ধান শুরু ক‌রে‌ছে দুর্নী‌তি দমন কমিশন (দুদক)। বুধবার সংস্থা‌টির ক‌মিশন সভায় এ সিদ্ধান্ত হয়। দুদ‌কের জনসং‌যোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন। তি‌নি জানান, সা‌বেক সেনা প্রধান জেনা‌রেল আজিজ আহ‌মেদ ও সা‌বেক এম‌পি নিজাম হাজারীর বিরু‌দ্ধে অ‌বৈধ সম্পদ অর্জনের অভি‌যোগ র‌য়ে‌ছে। তা‌দের সম্পদের তথ‌্য নেয়া শুরু ক‌রে‌ছে দুদক। সংস্থা‌টির সূ‌ত্রে জানা যায়, নিজাম হাজারীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন দুর্নীতি ও অনৈতিক কার্যক্রমসহ নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে তার নিজ নামে, স্ত্রী ও পরিবারের নামে কোটি কোটি টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। এছাড়াও তার দেশে-বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য গোয়েন্দা তথ্যানুসন্ধানে প্রাথমিকভাবে সঠিক পরিলক্ষিত হওয়ায় প্রকাশ্য অনুসন্ধানের জন্য কমিশন কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ ছাড়া জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন দুর্নীতি ও অনৈতিক কার্যক্রমসহ নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাজধানীসহ বিভিন্ন জায়গায় বাড়ি, ফ্ল্যাট ক্রয়সহ ১০০ কোটি বিনিয়োগ করে আলিশান বাংলো নির্মাণ। মিরপুর ডিওএইচএস মিরপুরে বাড়ি, ঢাকার নিকুঞ্জ-১ এর ৬ নম্বর রোডে আজিজ রেসিডেন্স (বাড়ি নম্বর RCR9+F5P) নামীয় বাড়ি রয়েছে তার ছোট ভাই তোফায়েল আহমেদ ও জোসেফের নামে ঢাকার বিভিন্ন জায়গায় বাড়ি ও কয়েকশ বিঘা জমি ক্রয় করেছেন। এছাড়াও তার দেশে-বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য গোয়েন্দা তথ্যানুসন্ধানে প্রাথমিকভাবে সঠিক পরিলক্ষিত হওয়ায় প্রকাশ্য অনুসন্ধানের জন্য কমিশন কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে।