ঢাকাশনিবার , ১৭ আগস্ট ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

সংসদ সদস্যদের হাতাহাতিতে রণক্ষেত্র তুরস্কের পার্লামেন্ট

ডেস্ক রিপোর্ট
আগস্ট ১৭, ২০২৪ ৬:২১ অপরাহ্ণ
Link Copied!

বিরোধী শিবিরের জেলবন্দি সাংসদের সাংবিধানিক সুরক্ষা কবচ কেড়ে নেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড তুরস্কের পার্লামেন্টে। শুক্রবার একে ওপরের সঙ্গে বচসায় জড়ান শাসক ও বিরোধী দলের আইন প্রণেতারা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে হাতাহাতি শুরু হয়ে যায়। চুল ধরে টানাটানি, ঘুসি, লাথি কোনও কিছুই বাদ যায়নি। অধিবেশন চলাকালীন প্রায় ৩০ মিনিট ধরে চলে এই মারামারি। এতে অন্তত দুইজন আইনপ্রণেতা আহত হয়েছেন। এক পর্যায়ে বাধ্য হয়ে অধিবেশন ৪৫ মিনিটের জন্য স্থগিত ঘোষণা করা হয়। কারাগারে বন্দি বিরোধী রাজনীতিবিদ ক্যান আতালে ও তার চেম্বারে প্রত্যাবর্তন নিয়ে আলোচনার জন্য পার্লামেন্টের ওই অধিবেশন ডাকা হয়েছিল। গত বছর সরকারবিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত থাকার দায়ে ক্যান আতালে নামের ওই আইনজীবীকে কারাদণ্ড দেওয়া হয়। তবে জেলবন্দি অবস্থাতেই নির্বাচনে লড়েন তিনি। ভোটে জিতে সংসদ সদস্যও নির্বাচিত হন। তবে সংসদে এদিন ক্যানের সুরক্ষা কবচ কেড়ে নেওয়ার সিদ্ধান্ত ঘিরে তর্কাতর্কি শুরু হয়।
ওই অধিবেশন চলাকালীন ওয়ার্কার্স পার্টি অব তুর্কির (টিআইপি) নেতা আহমেত সিক কথা বলছিলেন। সেসময় ক্ষমতাসীন একে পার্টির এমপি আলপায় ওজালান তাকে বাধা দিতে গেলে শুরু হয় হাতাহাতি। এই হাতাহাতির কড়া নিন্দা জানিয়েছেন শাসক দল একেপি-র প্রধান ওজগার ওজেল। তিনি জানান, “এই পরিস্থিতির সাক্ষী হিসাবে আমি খুব লজ্জিত বোধ করছি।” সংসদ ভবনের ভিতরে এই বেনজির ঘটনায় নিন্দা শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে। প্রসঙ্গত, গত জুন মাসে জঙ্গি যোগসূত্রের জন্য দক্ষিণ-পূর্ব তুরস্কে ডিইএম পার্টির মেয়রকে আটকের ঘটনা নিয়ে তাঁর দলের আইন প্রণেতাদের সঙ্গে ক্ষমতাসীন একেপির আইন প্রণেতাদের হাতাহাতির ঘটনা ঘটে।
সূত্র : হিন্দুস্থান টাইমস