ঢাকামঙ্গলবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

পিতৃহারা হলেন চিত্রনায়িকা পপি

বিনোদন ডেস্ক
ফেব্রুয়ারি ২৭, ২০২৪ ৭:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ঢাকাই সিনেমার এক সময়ের তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা পপি। অভিষেকের পর থেকে অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়ে হয়েছেন দর্শকনন্দিত। যদিও বর্তমানে অভিনয় জগৎ থেকে নির্বাসনে আছেন পপি। দর্শকপ্রিয় এই নায়িকার বাবা আমির হোসেন সোমবার (২৬ ফেব্রুয়ারি) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
খবরটি জানিয়ে চিত্রনায়ক অমিত হাসান ফেসবুকে লিখেছেন, চিত্রনায়িকা পপির বাবা আমির হোসেন সোমবার সকাল ৬টায় প্রয়াত হন। তিনি দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এছাড়া পপির পরিবারের ঘনিষ্ঠজনও এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, বার্ধক্যের কারণে দীর্ঘদিন ধরেই নানা রোগে ভুগছিলেন পপির বাবা। তবে গত কয়েক মাসে তার শারীরিক অবস্থা অনেক বেশি খারাপের দিকে যায়। তাই উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। বেশ কয়েক মাস রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। আইসিইউতে চিকিৎসা চলা অবস্থায় সোমবার সকালে তিনি মারা যান।
পপির পারিবারিক সূত্রে জানা গেছে, আমির হোসেনের মরদেহ ঢাকা থেকে খুলনায় নিয়ে যাওয়া হয়েছে। জানাজা শেষে সেখানেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।