ঢাকামঙ্গলবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অভিনেত্রী আঁচল তিওয়ারি

বিনোদন ডেস্ক
ফেব্রুয়ারি ২৭, ২০২৪ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

ফের শোকের ছায়া নেমে এলো বিনোদন জগতে। ‘পঞ্চায়েত ২’ সিরিজের মাধ্যমে দর্শকের কাছে পরিচিতি পান অভিনেত্রী আঁচল তিওয়ারি। রোববার সন্ধ্যায় বিহারের কাইমুরে মোহনিয়া থানা এলাকার দেবকালী গ্রামের কাছে জিটি রোডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন এই অভিনেত্রী। একই দুর্ঘটনায় মারা গেছেন গায়ক ছোটু পান্ডেও।
এছাড়াও জানা গেছে, দুর্ঘটনায় অভিনেত্রী আঁচল তিওয়ারিসহ নয় জন মারা গেছেন। খবর ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের।
পুলিশ জানিয়েছে, বিহারের কাইমুর জেলায় একটি এসইউভি এবং মোটরবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ভোজপুরি অভিনেত্রী আঁচল তিওয়ারি, সিমরান শ্রীবাস্তব নামে আরও এক ভোজপুরি অভিনেত্রীও দুর্ঘটনায় মারা গেছেন।
প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে, দুই নারীসহ আট জনের এই এসইউভি গাড়িটি প্রথমে মোটরসাইকেলকে ধাক্কা দিতেই এই দুর্ঘটনা ঘটে। এরপরে এসইউভি এবং বাইক উভয়ই অন্য লেনে চলে গেলে, সেখানে একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালকসহ নয় জনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ট্রাক চালক।
এই ঘটনায় শোক বার্তা দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।