বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে তিনি প্রশংসিত হয়েছেন বহুবার। তেমনি আইনি ঝামেলায় জড়িয়ে কিংবা উদ্ভট কাজকর্মের জন্য সমালোচিতও হয়েছেন একাধিকবার। অনেক আলোচনা হয়েছে তাকে নিয়ে। জন্মদিনে তার সম্পর্কে দুটি তথ্য না জানালেই নয়।
অগাধ সম্পদের মালিক ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ তারকা জনি ডেপ। অথচ সেই জনি ডেপই কিনা মূল্য হ্রাস আসক্তিতে ভুগছেন! ডিসকাউন্ট কুপন ব্যবহার করে উপহার কেনার বাতিকের কারণে একাধিকবার খবরের শিরোনাম হয়েছেন ৬১ বছর বয়সী এ মার্কিন অভিনেতা।
কন্ট্যাক্টমিউজিক জানিয়েছে, কিছু কেনার সময় দরদাম করা থেকে কোনোভাবেই নিজেকে বিরত রাখতে পারেন না জনি ডেপ। শুধু তা-ই নয়, কোনো কিছুর মূল্য হ্রাসের খবর চোখে পড়লে এবং দাম পছন্দ হয়ে গেলে যেকোনো উপায়ে সেটি কিনেই ছাড়েন তিনি।
সূত্রটি আরও জানিয়েছে, একটা সময় প্রায় অনলাইন ডিসকাউন্ট সাইট গ্রুপনে নিয়মিত ঢুঁ মারতেন জনি ডেপ। কম দামে পছন্দের কোনো জিনিসের সন্ধান পেলেই তা কিনে ফেলতেন।
রোলিং স্টোন ম্যাগাজিনকে তিনি জানিয়েছেন, তার ব্যবহৃত সব চশমাই নাকি ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী নেওয়া এবং তিনি এগুলোর ওপর অনেকাংশেই নির্ভরশীল। কিন্তু যখন চশমা থাকে না, তখন? তিনি বলেন, ‘সবকিছুই কেমন অস্পষ্ট, খুবই অস্পষ্ট! আমি কোনো দিনই ভালোভাবে দেখতে পাইনি।’
পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’–এর জ্যাক স্প্যারো কিংবা ‘চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি’র উইলি ওয়াঙ্কা চরিত্র দুটির সঙ্গে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। এই চরিত্রগুলোর নেপথ্যের অভিনেতা জনি ডেপের জন্মদিন ৯ জুন।