ঢাকামঙ্গলবার , ৮ অক্টোবর ২০১৯
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

প্রিয়াঙ্কার বিয়ে নিয়ে চলচ্চিত্র

দৈনিক পাঞ্জেরী
অক্টোবর ৮, ২০১৯ ৪:৩০ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন সংগীতশিল্পী নিক জোনাস। ২০১৮ সালের ১ ডিসেম্বর যোধপুরের উমেদ প্যালেসে খ্রিষ্টান মতে প্রিয়াঙ্কা-নিকের বিয়ের আনুষ্ঠানিকতা হয়। পরের দিন হিন্দু রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন এই জুটি। এবার প্রিয়াঙ্কার বিয়ে ওঠে আসছে রুপালি পর্দায়। মুম্বাই মিরর এ খবর প্রকাশ করেছে।
৩৭ বছর বয়েসি প্রিয়াঙ্কা বলেন, ‘আমি দুটি ইংরেজি সিনেমার শুটিং শেষ করেছি। আরো দুটি সিনেমা প্রযোজনা করব। যার একটি সিনেমা আমার বিয়ে নিয়ে নির্মিত হবে। এটি কমেডি ঘরানার সিনেমা হবে।’
সিনেমাটি কে পরিচালনা করবেন বা কবে নাগাদ শুটিং শুরু হবে সে বিষয়ে কিছু জানাননি প্রিয়াঙ্কা।
২০১৭ সালে মেট গালার লাল গালিচায় একসঙ্গে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা ও নিক জোনাস। তারপর তাদের একসঙ্গে নৈশভোজে দেখা যায়। এরপর তাদের প্রেমের গুঞ্জন চাউর হয়। সর্বশেষ গুঞ্জন সত্যি করে গাঁটছড়া বাঁধেন প্রিয়াঙ্কা-নিক।
প্রিয়াঙ্কা চোপড়ার পরবর্তী সিনেমা ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’। সর্বকনিষ্ঠ মোটিভেশনাল স্পিকারদের অন্যতম আইশা চৌধুরী। ২০১৫ সালে মাত্র ১৮ বছর বয়সে মারা যান তিনি। মারা যাওয়ার ঠিক আগের দিন প্রকাশিত হয় তার বই ‘মাই লিটল এপিফ্যানিজ’। আইশা, তার বাবা-মা, দাদা অর্থাৎ তার পরিবারের গল্প ধরা পড়বে ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ সিনেমায়।
এতে আইশা চরিত্রে অভিনয় করেছেন জায়রা ওয়াসিম। আইশার বাবা-মা, নীরেন ও অদিতি চৌধুরীর ভূমিকায় অভিনয় করেছেন ফারহান আখতার ও প্রিয়াঙ্কা চোপড়া। সোনালি বসু পরিচালিত এ সিনেমা আগামী ১১ অক্টোবর মুক্তি পাবে। বর্তমানে সিনেমাটির প্রচার নিয়ে ব্যস্ত রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।