অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোঃ ইউনুস এর উদ্দেশ্যে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, আপনাকে সফল হতে হলে দ্রুত জাতীয় নির্বাচন দিতে হবে। নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে। তাহলে দেশে গণতন্ত্র রক্ষা পাবে। কারণ দেশে উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে বর্তমান সরকারকে ব্যর্থ করতে চায় ফ্যাসিবাদ শেখ হাসিনা। রবিবার (২৭ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এর উদ্যোগে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। আব্দুস সালাম আজাদ বলেন, ডক্টর ইউনুস একজন ভালো মানুষ এবং যোগ্য মানুষ। তিনি দেশ এবং দেশের জনগণের জন্য কাজ করছেন এটা আমাদের বিশ্বাস। এই সরকারকে ব্যর্থ করার জন্য ফ্যাসিবাদ শেখ হাসিনা বিভিন্ন কোড কৌশল করার চেষ্টা করছে। দেশে উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে এই সরকারকে ব্যর্থ করতে চায় হাসিনা। ড. ইউনূস এর উদ্দেশ্যে তিনি বলেন, আপনার সরকারকে ব্যর্থ করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছে ফ্যাসিবাদরা। আপনার সরকার ব্যর্থ হলে দেশ ব্যর্থ হবে, গণতন্ত্র ব্যর্থ হবে। ছাত্র-জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের রক্ত ব্যর্থ হবে। গত ১৭ বছর বিএনপি যে আন্দোলন করেছে সেই আন্দোলনে দেশ স্বাধীনতা কর্মী শহীদ হয়েছে তাদের রক্ত ব্যর্থ হবে। তাই আপনাকে সফল হতে হলে দ্রুত জাতীয় নির্বাচন দিতে হবে। তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে সেই সরকারই পারে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে। দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে। ফ্যাসিবাদের বিচার করতে। জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে। তাই যত দ্রুত সম্ভব সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন দিতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল বলে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে। তাই আমাদেরকে সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধের মাধ্যমেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। সংগঠনটির সভাপতি ইঞ্জিনিয়ার ফখরুল ইসলাম সহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।