ঢাকামঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

ভ্যাট বৃদ্ধির কারণে মানুষ চাপে পড়ছে: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ৪, ২০২৫ ১১:২৭ অপরাহ্ণ
Link Copied!

ভ্যাট বৃদ্ধির কারণে মানুষ চাপে পড়ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘ভ্যাটের চেয়ে বেশি হারে দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা।’ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, ‘অনেক ক্ষেত্রেই বাস্তবে যতটা না ভ্যাট বাড়ানো হয়েছে, ব্যবসায়ীরা তার চেয়ে বেশি হারে দাম বাড়াচ্ছেন।’ এ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা হয়েছে বলেও জানান তিনি। ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘ভ্যাট বৃদ্ধির কারণে মানুষ চাপে পড়ছে। বিষয়টি অনুভব করলেও কিছু কিছু প্রতিবন্ধকতার কারণে এটা করতে হয়েছে।’ আগামী বাজেটে ভ্যাটের বিষয়টি সংশোধন করা হবে জানিয়েছেন অর্থ উপদেষ্টা বলেন, ‘তখন পূর্ণাঙ্গ সিদ্ধান্ত দেওয়া হবে।’ ভ্যাট বৃদ্ধির মূল উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, ‘ভ্যাট ছাড় থেকে বেরিয়ে আসা। অনেক খাতেই অনেক দিন ধরে ভ্যাট ছাড় চলছে। এসব আর উৎসাহিত করতে চাই না। এই প্রক্রিয়ায় কিছু পণ্যের দাম বেড়েছে এবং কিছু মানুষের কষ্ট হচ্ছে। আপাতত লক্ষ্য হলো, মূল্যস্ফীতি যতটা সম্ভব নিয়ন্ত্রণ করা।’