ঢাকাবৃহস্পতিবার , ১২ সেপ্টেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে আইনজীবী সমিতির সদস্যদের পদত্যাগ

বাগেরহাট জেলা প্রতিনিধি
সেপ্টেম্বর ১২, ২০২৪ ১০:২৩ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি একে আজাদ ফিরোজ টিপু ও সাধারণ সম্পাদক আলতাফ হোসেনসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্য পদত্যাগ করেছেন। জেলা আইনজীবী সমিতির সদ্য সাবেক সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ব্যক্তিগত কারণ দেখিয়ে তারা একযোগে পদত্যাগ করেছেন। জানা গেছে, আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. ড. একে আজাদ ফিরোজ টিপু, জুনিয়র সহ-সভাপতি অ্যাড. সলিমুল্লাহ শেখ সেলিম, সহকারী সম্পাদক এড. ফকির নওরেসুজ্জামান (লালন), এড. মোহাম্মদ মোসলে উদ্দিন, নির্বাহী সদস্য এড. মোহাম্মদ রেজওনুর রহমান, অ্যাড. সুমন কুমার সিংহ, অ্যাড. তামান্না রহমান শশী, অ্যাড. রুকসানা পারভিন রুপা, অ্যাড. রীমা খাতুন সাধারণ সম্পাদক বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন।
অপরদিকে আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি অ্যাড. আব্দুর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কুহেলি পারভীন সভাপতি বরাবর পদত্যাগ পত্র জমা দিয়েছেন।
আইনজীবী সমিতির সকল সদস্যের পদত্যাগের ফলে কমিটি বিলুপ্ত হওয়ায় জরুরী ভিত্তিতে সমিতির সভায় প্রবীন আইনজীবী মাহফুজুর রহমান লাহুকে আহ্বায়ক করে এক সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে। এই আহ্বায়ক আগামী মঙ্গলবার সমিতির সাধারণ সভা আহ্বান করেছেন।
এডভোকেট শিকদার ইমরান হোসেন জানান, বাগেরহাট জেলা আইনজীবী সমিতি নানান অনিয়ম রয়েছে। বিচারপ্রার্থীদের প্রয়োজনীয় ওকালাতনামা, হাজিরা ফরম, ফিরিস্থি ফরম, অ্যাফিডেভিট স্টিকার, জামিননামাসহ অন্যান্য কাগজপত্রের ইচ্ছামত মূল্যবৃদ্ধি করেছেন। এতে সাধারণ মানুষের ভোগান্তি বেড়ে গেছে। কিন্তু এসবের প্রতিকার পাওয়ার কোন উপায় ছিল না। একে আজাদ ফিরোজ টিপু বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন সময় দলীয় প্রভাব ব্যবহার করে আইনজীবী সমিতিতে নিয়মবহির্ভূত কাজ করার অভিযোগ রয়েছে বলেও জানান এই আইনজীবী।