বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ফলজ চারা বিতরণ করেছে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেক। উপকূলীয় অঞ্চল বাগেরহাটে ১ লক্ষ চারা বিতরণের অংশ হিসাবে বৃহস্পতিবার (১২ই সেপ্টেম্বর) সকালে ষাটগম্বুজ বায়তুশ শরফ আদর্শ আলিম মাদ্রাসার প্রত্যেক শিক্ষার্থীর হাতে দুইটি করে ফলজ চারা তুলে দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আসলাম হোসেন। এর আগে কোডেকের পক্ষ থেকে চারাগুলো গ্রহণ করেন ষাটগম্বুজ বায়তুশ শরফ এতিমখানার সুপার হাফেজ মোঃ এনামুল হক। এ সময় উপস্থিত ছিলেন, কোডেকের ফোকাল পারসন সৈয়দ মাহবুবুর রহমান, টেকনিক্যাল অফিসার রাফি আহমেদ, প্রোগ্রাম অফিসার জাকির হোসেন, এরিয়া কো-অর্ডিনেটর সুরেশ রায় সহ প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকবৃন্দ। কোডেক এ পর্যন্ত বাগেরহাট জেলার সুন্দরঘোনা মাধ্যমিক বিদ্যালয়, খানপুর দাখিল মাদ্রাসা, রন বিজয়পুর মাধ্যমিক বিদ্যালয়, উদ্দীপন বদর শামসুদ্দিন বিদ্যা নিকেতন, দরিতালুক প্রাথমিক বিদ্যালয়সহ ১২০টি শিক্ষা প্রতিষ্ঠান ও তাদের শিক্ষার্থীদের হাতে ফলজ চারা বিতরণ করেছে। চাহিদা থাকলে চারা গাছের সংখ্যা বৃদ্ধি হতে পারে বলে জানান কোডেকের ফোকাল পারসন সৈয়দ মাহবুবুর রহমান।