মণিরামপুর সরকারী কলেজের সহকারী অধ্যাপক ও সাংবাদিক আব্দুল আলিম (৫৯) ইত্তেকাল করেছেন (ইন্ননিল্লাহি ওয়া ইন্নাইলায়হী রাজিউন)। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্রসহ অসংখ্য ভক্ত-গুনগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে তার বুকে প্রচণ্ড ব্যথা অনুভব শুরু হলে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি রাত ৩টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বুধবার বেলা সাড়ে ১১টায় মণিরামপুর ফাজিল মাদ্রাসা মাঠে তার প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এরপর দুপুর ২টার দিকে তার গ্রামের বাড়ী মণিরামপুর উপজেলার বালিধা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় নামাজে জানযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন সম্পন্ন করা হয়। আব্দুল আলিম মণিরামপুর সরকারী কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি সুস্থ্য সাহিত্য চর্চার পাশাপাশি শতাধিক গান লিখেছেন এবং বাউলার পদাবলী নামক একটি গ্রন্থ প্রকাশ করেছেন। এছাড়া তিনি মণিরামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ছিলেন। তিনি দৈনিক যুগান্তরসহ বিভিন্ন পত্রিকায় মণিরামপুর উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। শিক্ষক-শিক্ষার্থীদের কাছে তিনি হাসি-খুশি মনের মানুষ ছিলেন। এ কারণে তিনি উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিভিন্ন সরকারী বেসরকারীসহ সামাজিক অনুষ্ঠান উপস্থাপনা করার সুযোগ পেয়েছেন। আব্দুল আলিমের মৃত্যুর খবর শুনে অধিকাংশ মানুষ হতবাক হওয়ার পাশাপাশি মনের কষ্টে মানুষিকভাবে ভেঙ্গে পড়ার পাশাপাশি তার নামাজে জানাজায় অংশ নেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।