ঢাকাবৃহস্পতিবার , ১২ সেপ্টেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

ভূঞাপুরে কিশোর গ্যাং প্রতিরাধে শিক্ষার্থীদের মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধি
সেপ্টেম্বর ১২, ২০২৪ ১০:১৯ অপরাহ্ণ
Link Copied!

টাঙ্গাইলের ভূঞাপুরে কিশোর গ্যাং প্রতিরোধে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভূঞাপুর পৌর শহরের উপজেলা কিশোর গ্যাং প্রতিরোধ কমিটির উদ্যোগে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুরপাড়ে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। পরে মানববন্ধন শেষে কিশোর গ্যাংরোধে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে আয়োজকরা। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন যাবত কিশোর গ্যাংয়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে ভূঞাপুরের জনগণ। স্কুলের এই পুকুরপাড়ে কিশোর গ্যাংয়ের আড্ডাখানা মূলকেন্দ্র বিন্দু। কিশোর গ্যাংয়ের সদস্যরা ছাত্রীদের ইভটিজিংসহ ছাত্র-ছাত্রীদের টিফিনের টাকা, নারীদের ব্যাগ ছিনতাইসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে কিশোর গ্যাংরোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন-অধ্যাপক আনোয়ার হোসেন তালুকদার, কিন্ডার এসোসিয়েশনের সভাপতি খায়রুজ্জামান ভূঁইয়া, বীরমুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদার, ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন, আব্দুল করিম খান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক মিজানুর রহমান, সাংবাদিক আসাদুল ইসলাম বাবুল, ফরমান শেখ, আসাদ খান, মাহমুদুল হাসান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সম্পাদক হাছান সারোয়ার লাভলু, কিশোর গ্যাং প্রতিরোধ কমিটির সভাপতি গোলাম কিবরিয়া মুকুল প্রমুখ।