টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন শরীফা হক। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে তিনি যোগদান করেন। এর আগে বিদায়ী জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম নবাগত জেলা প্রশাসক শরীফা হককে দায়িত্ব বুঝিয়ে দেন। পরে বিদায়ী জেলা প্রশাসককে গার্ড অব অর্নার প্রদানের মধ্য দিয়ে বিদায় দেয়া হয় এবং নবাগত জেলা প্রশাসক শরীফা হককে বরণ করে নেয়া হয়। নবাগত জেলা প্রশাসক শরীফা হক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের উপ সচিব ছিলেন। বুধবার (১১ সেপ্টেম্বর) সরকারী এক প্রজ্ঞাপনে তাকে টাঙ্গাইলের জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়।