২৪ ঘণ্টার মধ্যে পুলিশ সদস্যদের নিজ নিজ কর্মস্থলে ফেরার নির্দেশনার পরিপ্রেক্ষিতে তাদের নিরাপদে চলাফেরা নিশ্চিত করতে এগিয়ে এসেছে সমাজের বিভিন্ন স্তরের মানুষজন। পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ সদস্যদের কর্মস্থলে পৌঁছাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক। পুলিশ সদস্যরা স্বাভাবিক চলাফেরায় বাধার মুখে পড়ছেন- সাম্প্রতিক এমন প্রতিবেদনের বিপরীতে পুলিশ সদর দপ্তর নিশ্চিত করেছে যে এ ধরনের কোনো ঘটনার সত্যতা যাচাই করা হয়নি। সদর দপ্তরের এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।
ভিত্তিহীন গুজব প্রত্যাখ্যান এবং নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করার সম্মিলিত লক্ষ্যের দিকে মনোনিবেশ করার ওপরও জোর দিয়েছে পুলিশের সদর দপ্তর।