ঢাকাবৃহস্পতিবার , ৮ আগস্ট ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

কারখানায় নিরাপত্তা বাড়ানোর দাবি এফবিসিসিআই সভাপতির

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৮, ২০২৪ ১১:১৭ অপরাহ্ণ
Link Copied!

শিল্প কারখানায় নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। সংগঠনটির সভাপতি মাহবুবুল আলম বলেছেন, বাংলাদেশের তরুণ ছাত্র-জনতার হাতে গত কয়েকদিনে এক অভাবনীয় বিপ্লব সাধিত হয়েছে। বৃহস্পতিবার গণমাধ্যমে মাহবুবুল আলমের পাঠানো বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশের তরুণ ছাত্র-জনতার হাতে গত কয়েকদিনে এক অভাবনীয় বিপ্লব সাধিত হয়েছে। এই বিপ্লবের ফলে ছাত্র-জনতার মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে। ইতিহাসের এই সন্ধিক্ষণে তারা একটি নিরাপদ, বৈষম্যহীন এবং মানবিক সমাজ গঠনে কাজ করে যাচ্ছে। কল-কারখানায় দুষ্কৃতীরা হামলা চালাচ্ছে দাবি করে এফবিসিসিআই সভাপতি বলেন, এই অর্জনের মাঝেও কিছু দুষ্কৃতিকারী ও ষড়যন্ত্রকারী বিভিন্ন স্থানে জনগণের জানমাল, ব্যবসা প্রতিষ্ঠান ও কলকারখানায় হামলা করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। ব্যবসায়ী সমাজ এ ধরনের ঘৃণিত কাজের হোতাদের ধিক্কার জানাচ্ছে। মাহবুবুল আলম বলেন, ব্যবসায়ী সমাজ আশান্বিত এই নৈরাজ্য দমনে বাংলাদেশের সাহসী ছাত্রসমাজ পরিশ্রম করে যাচ্ছেন। তারা ইতোমধ্যে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ট্রাফিক নিয়ন্ত্রণ, পরিষ্কার পরিচ্ছন্নতাসহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং করছে। এতে সাধারণ জনগণের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তিনি বলেন, কয়েকটি শিল্পাঞ্চলে মালিক ও কর্মীদের মাঝে এখনো আতঙ্ক রয়েছে। এমতাবস্থায় ব্যবসা প্রতিষ্ঠান ও শিল্প কারখানায় নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে ছাত্রসমাজকেও এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে এফবিসিসিআই। যদিও গত ২৪ জুলাই সাবেক সরকারকে সমর্থন দিয়েছিল সংগঠনটি।