ঢাকারবিবার , ১৪ মে ২০১৭
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

আফসোস নেই মিমির

দৈনিক পাঞ্জেরী
মে ১৪, ২০১৭ ৪:৫১ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক : টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনয় ক্যারিয়ারে নিজের অভিনয়শৈলীর মাধ্যমে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি।
ব্যক্তিগত জীবনে নির্মাতা রাজ চক্রবর্তীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন মিমি। দীর্ঘদিন রাজের সঙ্গে চুটিয়ে প্রেমে করেছেন এই অভিনেত্রী। কিছুদিন আগে আচমকাই তাদের ব্রেকআপ হয়। তারপর অনেকদিন এ বিষয়ে নীরব ছিলেন তিনি।
প্রাপ্তি আর ব্যর্থতার মধ্য দিয়ে মানুষের জীবন বহমান। প্রাপ্তির পাশাপাশি অনেক কিছু হারিয়েছেন মিমি। তবে তার অতীত নিয়ে কোনো আফসোস বা অনুশোচনা নেই বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন মিমি। সাক্ষাৎকারে এ কথা জানান এই অভিনেত্রী।
মিমি বলেন, ‘না, আমার কোনো আফসোস নেই। কারণ যা হয়েছে তা চাইলেই ফিরিয়ে আনা যাবে না। সুতরাং পেছনে ফিরে আফসোস করাটা সময় নষ্ট ছাড়া আর কিছু না। এর চেয়ে আগামী দিনে যাতে এসব ঘটনার পুনরাবৃত্তি না হয় সেদিকে খেয়াল রাখি।’