মালয়েশিয়ার পাহাং রাজ্যের জালান কাম্পুং পুলাউ মানসোক-জেরানটুটে মোটরসাইকেল দুর্ঘটনায় এক বাংলাদেশি ও তার সৎ ছেলে নিহত হয়েছেন। নিহতরা হলেন-মোহাম্মদ আদম (৩৯) ও তার সৎ ছেলে মুহাম্মদ ফাইক আকওয়া আব্দুল্লাহ (৯)। জানা যায়, আকওয়া আব্দুল্লাহকে মোটরসাইকেল যোগে স্কুলে নিয়ে যাওয়ার পথে রাস্তার একটি গর্ত এড়াতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির ধাক্কায় তাদের মৃত্যু হয়।
পাহাং জেলার পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট জুকরি মুহম্মদের বরাত দিয়ে দেশটির স্থানীয় অনলাইন পোর্টাল নিউ স্ট্রেইটস টাইমস জানায়, দুর্ঘটনায় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ২ জনের মৃত্যু হয়। এ সময় অপর গাড়িতে থাকা ৪১ বছর বয়সী এক নারী ও তার ৫ বছরের ছেলেও গুরুতর আহত হয়েছে। পুলিশ সুপার আরও জানায়, মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগার পর গাড়িটি সড়ক থেকে ঝোপের মধ্যে পড়ে যায়।
মরদেহগুলো ময়নাতদন্তের জন্য জেরান্টুট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। দেশটির সড়ক পরিবহন আইন ১৯৮৭ এর ৪১(১) ধারায় মামলাটি তদন্ত করা হচ্ছে।