ঢাকারবিবার , ৭ জুলাই ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

আন্দোলনে অংশ নেয়ায় ৩ শিক্ষার্থীকে বহিষ্কার করলো গ্রিন ইউনিভার্সিটি

নিজস্ব প্রতিবেদক
জুলাই ৭, ২০২৪ ১০:১০ অপরাহ্ণ
Link Copied!

শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া নিচ্ছিলো না বিআরটিসি বাস। অর্ধেক ভাড়া না নিয়ে উল্টো এক শিক্ষার্থীকে মারধর করে বাসের সহকারীরা। আহত হন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী আবুল হাসনাত কবির। এরপর রাস্তা অবরোধ করে বেসরকারি বিশ্ববিদ্যালয় গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। আন্দোলনে নেতৃত্ব দেয়ায় ৩ জনকে স্থায়ী ও আরো ৩ জনকে নানা মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয়টি। এ নিয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষার্থীরা। গত ১৮ই এপ্রিল পূর্বাচল-নারায়নগঞ্জ রুটে বিআরটিসি বাস স্টুডেন্ট ভাড়া নিতে অস্বীকৃতি জানায়। ফলে নারায়ণগঞ্জের বেসরকারি বিশ্ববিদ্যালয় গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে। এরপর বিআরটিসি সরকারি প্রজ্ঞাপন অনুসারে শিক্ষার্থীদের দাবি মেনে নিতে বাধ্য হয়। ওই আন্দোলনে ছাত্রদের পক্ষে নেতৃত্ব দেয়ায় আইন অনুষদের ৩ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয়টি। গ্রিন ইউনিভার্সিটির রেজিস্ট্রার ক্যাপ্টেন (অব:) শেখ সালাহউদ্দীনের স্বাক্ষরিত ওই নোটিশে বহিষ্কৃতদের মধ্যে আছেন আন্দোলনে থাকা ৭ম সেমিস্টারের শিক্ষার্থী জানে আলম অপু, ৩য় সেমিস্টারের শিক্ষার্থী মোহাম্মদ নেছার খান ও ১ম সেমিস্টারের শিক্ষার্থী আদিল আল রাফি।
গত ১২ই জুন শেখ সালাহউদ্দিন স্বাক্ষরিত এই বহিষ্কারাদেশে কারণ হিসেবে উল্লেখ করা হয়, ‘গাড়ি ভাংচুর, সড়ক অবরোধ, বিক্ষোভে অংশ নেয়া, রাষ্ট্রীয় আইন লঙ্ঘন ও সোশ্যাল মিডিয়ায় বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় এই শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।