সৌদি আরবে মোটরসাইকেল দুর্ঘটনায় কক্সবাজারের ঈদগাঁও উপজেলার প্রবাসী যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৯ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মক্কা নগরীর আল নূর হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহত বোরহান উদ্দিন উপজেলার পোকখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সিকদার পাড়ার নাছির উদ্দীনের ছেলে। এর আগে, গত রোববার ভোররাতে সেহরি খেতে মোটরসাইকেলযোগে বাসায় যাওয়ার সময় তিনি দুর্ঘটনায় গুরুতর আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
নিহতের পারিবারিক সূত্র জানায়, সৌদি আরবের রাষ্ট্রীয় আইন অনুযায়ী সেখানে দাফন কাফনের জন্য পারিবারিকভাবে সিদ্ধান্ত নেয়া হচ্ছে।