ঢাকাশুক্রবার , ১২ জুলাই ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক
জুলাই ১২, ২০২৪ ৩:৫৭ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর কদমতলীর পাটেরবাগ জমিদার বাড়ির গলিতে মাহবুব আলম (৫২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১১ জুলাই) রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত ওই ব্যবসায়ীর ছোট ভাই রফিকুল আলম বলেন, মাহবুব আলম বিভিন্ন দোকানে কোমল পানীয় সরবরাহ করতেন। গতরাতে পাটেরবাগ জমিদার বাড়ির গলির সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে স্বজনরা এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করে। রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।