দেশের আকাশে রবিবার (১১ ফেব্রুয়ারি) হিজরি শাবান মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে সোমবার (১২ ফেব্রুয়ারি) থেকে শাবান মাস গণনা শুরু হবে। সেই হিসাবে ২৫ ফেব্রুয়ারি দিবাগত রাতে (শাবানের ১৪ তারিখ দিবাগত রাতে) শবে বরাত পালিত হবে।
আগামী ১২ অথবা ১৩ মার্চ শুরু হতে পারে ২০২৪ পবিত্র সালের রমজান। তবে শাবান মাসের শেষে রমজানের চাঁদ দেখার ওপর নির্ভর করে এই তারিখ পরিবর্তন হতে পারে।এদিকে রোজা পালন শেষেই উদযাপিত হয় পবিত্র ঈদুল ফিতর। যদি রমজান মাস ১২ মার্চ শুরু হয় তবে ঈদুল ফিতর পালিত হবে ১০ অথবা ১১ এপ্রিল। আর রমজান মাস ১৩ মার্চ শুরু হলে ঈদুল ফিতর পালিত হবে ১১ অথবা ১২ এপ্রিল। অন্যদিকে ২০২৪ সালের সরকারি ছুটির তালিকায় ঈদুল ফিতর ১১ এপ্রিল পালিত হতে পারে বলে উল্লেখ রয়েছে।
▪️এবারের রোজা কত দিন ও কত ঘণ্টা
পবিত্র মাস রমজান শুরু হওয়ার পরই মুসলিম দেশগুলোতে বিভিন্ন ধরনের পরিবর্তন আনা হয়।
যেমন- মানুষের খাওয়া দাওয়া এবং অফিসের কর্মঘণ্টা কমিয়ে আনা হয়।ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী, পবিত্র রমজান নবমতম মাস। হিজরি ক্যালেন্ডার অনুযায়ী, চাঁদ দেখার ওপর প্রতিটি মাস গণনা শুরু হয়। দুবাই ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্ট ২০২৪ সালের হিজরি ক্যালেন্ডার প্রকাশ করেছে। ২০২৪ সালে রমজানের সময়সীমা ২০২৩ সালের তুলনায় কম হবে। দুবাই ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্টের হিসাব অনুসারে, এ বছর পবিত্র রমজান হবে ২৯ দিনের। সেই গণনায় সংযুক্ত আরব আমিরাতে চলতি বছর রোজা শেষ হবে ৯ এপ্রিল।চলমান বছর পবিত্র রমজানে সংযুক্ত আরব আমিরাতের মুসল্লিরা প্রথম দিনের রোজায় ১৩ ঘণ্টা ১৬ মিনিট পর্যন্ত সবধরনের খাবার ও পানীয় থেকে বিরত থাকবেন। গত বছর সময়সীমা ছিল ১৩ ঘণ্টা ৩৩ মিনিট।