ঢাকাবুধবার , ২৫ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

যুবদল কেন্দ্রিয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি মামুন হাসানের ৩ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৫, ২০২৩ ১১:০৭ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর মিরপুর থানায় দায়েরকৃত একটি রাজনৈতিক মামলায় যুবদলের সিনিয়র সহ-সভাপতি মামুন হাসানকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। আজ বুধবার দুপুরে সিএমএম আদালত-৭ এর বিচারক সাইফুল ইসলাম এ রায় ঘোষণা করেন। মামুন হাসানের আইনজীবী খান মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, মামলাটির একতরফাভাবে রায় দিয়েছেন বিচারক। আমাদের সাফাই সাক্ষী এবং যুক্তিতর্কের কোনো সুযোগ দেয়া হয়নি।
যুবদল কেন্দ্রিয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান দৈনিক পাঞ্জেরীকে বলেন শুধু বিএনপির রাজনীতি করার কারণে রাজধানীর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ৪২৬টি রাজনৈতিক মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে ১৬৯টি মামলার বিচার কাজ শেষ পর্যায়ে রয়েছে। সরকার বিএনপিকে রাজপথে মোকাবিলা করতে না পেরে এখন একতরফাভাবে মামলার সাজা দিয়ে আন্দোলন দমানোর চেষ্টা করছে। তবে এভাবে সাজা দিয়ে স্বৈরাচার সরকারের পতন ঠেকাতে পারবে না।