ঢাকারবিবার , ৩০ জানুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

সোলার পাম্প পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে রংপুরে প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিনিধি
জানুয়ারি ৩০, ২০২২ ১২:২৮ অপরাহ্ণ
Link Copied!

বিএডিসি রংপুর (ক্ষুদ্রসেচ) সার্কেলের দপ্তরের সম্মেলন কক্ষে গত ২৭ জানুয়ারি দিনব্যাপী ‘Operation and maintenance of Solar irrigation Pump’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত সার্কেলের আওতায় চলমান ‘রংপুর অঞ্চলে ভূউপরিস্থ পানি সংরক্ষণের মাধ্যমে ক্ষুদ্রসেচ উন্নয়ন ও সেচ দক্ষতা বৃদ্ধিকরণ’ শীর্ষক প্রকল্পের মাধ্যমে সেচ কাজে ভূউপরিস্থ পানির ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে রংপুর অঞ্চলে ৫০টি ০.৫-কিউসেক সৌরশক্তি এলএলপি স্থাপনের কাজ চলমান রয়েছে। প্রকল্পের আওতায় স্থাপিত এসব এলএলপি’র সঠিক পরিচালনা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে প্রকল্প এলাকার বিএডিসি’র কর্মকর্তা-কর্মচারি ও কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন সুপারস্টার রিনিউয়েবল এনার্জি লিমিটেডের কর্মকর্তাগণ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি), রংপুর এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ক্ষুদ্রসেচ) ও প্রকল্প পরিচালক (এমআইডিআইইইপি) প্রকৌশলী সঞ্চয় সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট (সওকা) অঞ্চলের নির্বাহী প্রকৌশলী হুসাইন মোহাম্মদ আলতাফ। প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিএডিসি’র রংপুর অঞ্চলের নির্বাহী প্রকৌশলী (নির্মাণ) এ. এইচ. এম মিজানুল ইসলাম।
প্রশিক্ষণ কর্মসূচিতে প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন প্রকল্প এলাকার সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী এবং বিএডিসি’র স্থানীয় কর্মকর্তা-কর্মচারি ও কৃষকগণ।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, বাংলাদেশের কৃষিবান্ধব সরকার খাদ্য নিরাপত্তা অর্জন ও কৃষিকে একটি লাভজনক খাতে পরিণত এবং কৃষি খাতকে আধুনিকায়ন করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। সৌরশক্তি চালিত পাম্পের সাহয্যে সেচ প্রদান তার মধ্যে অন্যতম একটি উদ্যোগ। কৃষি প্রধান বাংলাদেশের খাদ্য নিরাপত্তা ও জাতীয় উন্নয়নে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)’র গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছ।
রংপুর অঞ্চলে ভূউপরিস্থ পানি সংরক্ষণের মাধ্যমে ক্ষুদ্রসেচ উন্নয়ন ও সেচ দক্ষতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের আওতায় স্থাপিত ৫০টি সৌর শক্তিচালিত এলএলপি স্থাপনের মাধ্যমে সূর্যালোকের সাহায্যে ফসলী জমিতে এই সেচ ব্যবস্থা কৃষকদের যেমন জ্বালানি তেল বা বিদ্যুতের ওপর নির্ভরশীলতার হাত থেকে বাঁচিয়েছে; পাশাপাশি বিদ্যুতের একটি বড় ঘাটতি পূরণেরও উদ্যোগ নেয়া হয়েছে। সৌরশক্তিকে ব্যবহার করে রংপুর ও নীলফামারী জেলার কৃষকরা এখন চাষ করছেন শত শত একর জমি।
প্রশিক্ষণ কর্মসূচিতে প্রশিক্ষণার্থীদের ০.৫-কিউসেক সৌরশক্তি চালিত এলএলপি’র স্থাপন ও পরিচালনা পদ্ধতি এবং রক্ষণাবেক্ষণ এর বিভিন্ন কারিগরি দিক সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে স্থানীয় বিএডিসি’র প্রশিক্ষণার্থী কর্মকর্তা-কর্মচারি ও কৃষকগণ সৌরশক্তি চালিত এলএলপি’র স্থাপন, পরিচালনা পদ্ধতি এবং রক্ষণাবেক্ষণ সম্পর্কে প্রয়োজনীয় ধারণা লাভ করেন।