ইয়ামাহা রাইডারস ক্লাব ইয়ামাহা মোটরসাইকেল চালকদের নিয়ে গঠিত দেশের সর্ববৃহৎ বাইকিং কমিউনিটি। দেশব্যাপী যাদের রয়েছে ৩০০০ এরও অধিক নিবন্ধিত সদস্য। ক্লাবের সদস্যরা বাইকিং অ্যাক্টিভিটির পাশাপাশি নিয়মিত বিভিন্ন সমাজ সেবামুলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকে।
সম্প্রতি রাজধানীর এসিআই সেন্টারে ‘ওয়ারিওরস জি টু জি’ শীর্ষক দিনব্যাপী এক আয়জনে ক্লাবের সদস্যরা লিডারশিপ, পারসোনাল এস্পিরেসন অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্ট এর উপর একটি কর্মশালায় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে এসিআই মটরস্ এর এর নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস ক্লাবের সদস্যদের মাঝে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য পুরস্কার তুলে দেন। এ সময় এসিআই মটরস্ এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি